
শফিকুল ইসলাম, রৌমারী প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন লাইফ লাইন অর্গানাইজেশনের চুরান্ত কমিটি গঠন ও ঈদ পুর্নমিলণী অনুষ্ঠিত হয়েছে।
১৩ আগষ্ট (মঙ্গলবার) রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এসএমএ মোমেন এর সভাপতিত্বে দুপুরের দিকে ঈদ পুর্নমিলণী অনুষ্ঠিত হয়। পরে উক্ত সভায় উপস্থিত সকল সদস্যদের মতামতের সিদ্ধান্তে দুই বছর মেয়াদী ১৯ সদস্য বিশিষ্ট একটি চুরান্ত কমিটি গঠন করা হয়েছে।
লাইফ লাইন অর্গানাইজেশনের সভাপতি হিসেবে নির্বাচিত করেন আক্তার আহসান বাবু, সহ-সভাপতি-এস,এম,এ মোমেন, রাজু আহম্মেদ, বন্দবেড় ইউপি সদস্য আ: মতিন, সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত করেন মো: মোখলেছুর রহমান, যুগ্ন সাধারন সম্পাদক আতিকুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করেন রৌমারী ইউপি সদস্য রবিউল ইসলাম রানা, কোষাধ্যক্ষ তাহেরুল ইসলাম, আইসিটি সম্পাদক আবু তৈয়ুব আকাশ, প্রচার সম্পাদক স্বপনশীল, সমাজকল্যাণ সম্পাদক আবুল কালাম, উপদেষ্টা রৌমারী ইউপি সদস্য তমিজ উদ্দিন, শাহাআলম, হেলাল উদ্দিন, ইউপি সচিব মজিবর রহমান প্রমূখ।
লাইফ লাইন অর্গানাইজেশন প্রতিষ্ঠার পর থেকেই দুঃস্থ মানুষের চিকিৎসায় সহযোগীতা, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহযোগীতা, প্রতিবন্ধী মানুষকে হুইল চেয়ার দেওয়া, বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ত্রাণ বিতরন, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরনসহ আর্তমানবতার সেবায় কাজ করে আসছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।