প্রতিষ্ঠান অপরিষ্কার রাখলেই ছয় মাসের কারাদণ্ড

S M Ashraful Azom
0
Six months imprisonment for keeping the environment clean
সেবা ডেস্ক: সব শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি, বে-সরকারি অফিস, পৌরসভাসহ ব্যবসা প্রতিষ্ঠান অপরিষ্কার রাখলেই পরিবেশ আইনে ছয় মাসের কারাদণ্ড হবে বলে জানিয়েছেন ভোলার ডিসি মো. মাসুদ আলম ছিদ্দিক।

শনিবার সকালে ডিসির সম্মেলন কক্ষে ভোলাকে পরিচ্ছন্ন জেলা গড়ার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, ৫ আগষ্ট থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি, বে-সরকারি অফিস, পৌরসভাসহ ব্যবসা প্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান হবে। যদি কেউ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা না করে, তবে অপরিষ্কার রাখার দায়ে পরিবেশ আইনে তাকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হবে।

তিনি আরো বলেন, সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু রোগ প্রতিরোধ সম্ভব। বাড়ি, অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, নিজ নিজ এলাকা নিজেরাই পরিষ্কার করতে হবে। বাড়ির ভেতরে বা আশেপাশে ফেলে রাখা খোসা, নারিকেল ও ডাবের খোসা, ফুলের টব, প্লাস্টিকের পাত্রসহ আশপাশ পরিষ্কার রাখতে হবে। এছাড়া এক সপ্তাহের মধ্যে ভোলা খাল পরিষ্কার করা হবে।

সভায় সিভিল সার্জন ডা. রথীন্দ্রনাথ মজুমদার জানান, এরইমধ্যে ভোলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জেলায় ১০২২ টি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্যাম্পেইন করা হয়েছে। সরকারিভাবে ১২০ টি ডেঙ্গু প্রতিরোধে কিডস পাওয়া গেছে। জেলা সর্বশেষ ২৬ ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। সাতটি উপজেলায় ডেঙ্গু সেল গঠন করা হয়েছে। ডেঙ্গু আক্রান্ত রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা দেয়া হচ্ছে। সব ডেঙ্গু আক্রান্ত রোগীরা ঢাকা থেকে এসেছেন।

ডিসির সভাপত্বিতে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, ভোলা সদর উপজেলার চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, অ্যাডিশনাল এসপি মো. মিজানুর রহমান, ভোলা প্রেস ক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, ভোলা পৌর প্যানেল চেয়ারম্যান মো. শাহ আলমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ব্যবসায়ীরা।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top