গোয়ালঘরে অগ্নি সংযোগ করে ৫ গরু হত্যা

S M Ashraful Azom
0
The cow slaughtered by the fire at Golghar
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে গোয়ালঘরে আগুন লাগিয়ে ৫টি গরু পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। গরুর মালিকসহ আরো ৩টি গরু অগ্নিদগ্ধ। শরিরের আংশিক দগ্ধ গরুর মালিক দুলাল মন্ডলের ছেলে আসাদুল্লাহ মন্ডলকে (৩০)  আশংকাজনক অবস্থায় জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ  হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেলান্দহ উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের চরপলিশা মধ্যপাড়া গ্রামে শনিবার দিবাগত রাত ২টায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।

গরুর মালিক আসাদুল্লার বাবা দুলাল উদ্দিন জানায়, আমার ছেলে গরুর ব্যবসা করে। ঢাকায় কুরবানীর হাটে আগামীকাল সোমবার গরু নিয়ে যাওয়ার কথা। গোয়াল ঘরে বাছুরসহ ৮টি গরু ছিল। তিনি ঘুমন্ত অবস্থায় গোয়াল ঘরেই ছিলেন। আগুনের তাপে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখে গোয়ার ঘরে দাউ দাউ করে আগুন জ¦লছে। মুর্হুতেই সমস্ত গোয়াল ঘরে আগুন ছড়িয়ে পড়ে। তার ডাক চিৎকারে  ছেলে গরুর মালিক আসাদুল্লাহসহ পরিবারে লোকজন গোয়াল ঘরের আগুন নেভানোর চেষ্টা করে। ৩টি গরু আংশিক দগ্ধ অবস্থায় উদ্ধার করে। ৫টি গরু পুড়ে মারা যায়।

এ সময় আসাদুল্লাহ শরিরের আংশিক পুড়ে দগ্ধ হয়ে গুরুতর আহত হয়। খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে জামালপুর ফায়ার সার্ভিস। মেলান্দহ থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দুলাল উদ্দিন দাবী করেন, অগ্নি সংযোগে গোয়ালঘরসহ গরু পুড়ে যাওয়ার ঘটনায় প্রায় ৮লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং আগুন নেভানোতে ব্যাস্ত থাকার সময় শোবার ঘরের বালিশের নিচ থেকে ৭৫ হাজার টাকা খোয়া গেছে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top