শাওমি’র নতুন ফোন চলবে সৌরশক্তিতে

S M Ashraful Azom
0
Xiaomi's new phone will run on solar power
সেবা ডেস্ক: বিদ্যুৎ নয় এখন থেকে সূর্যের আলোতে চলবে স্মার্টফোন। স্মার্টফোনের ব্যাক কভারের সোলার প্যানেলের সাহায্যেই চার্জ হবে ব্যাটারি। এমনই অভিনব স্মার্টফোন বানাচ্ছে চীনা সংস্থা শাওমি। এরই মধ্যে প্রাথমিক ডিজাইনের কাজ সেরে ফেলেছে সংস্থা।
গত বছর জুলাই মাসে এই প্রযুক্তির জন্য পেটেন্টের আবেদন করে শাওমি। সম্প্রতি প্রযুক্তিটির পেটেন্ট হাতে পায় সংস্থা। এর পরেই ফোনটির ডিজাইনের বিষয়ে কাজ শুরু করে দিয়েছে সংস্থার প্রযুক্তিবিদরা।

গেজেট ওয়েবসাইট লেটস গো ডিজিটাল-এর সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, শাওমি-এর এই স্মার্টফোনের পেছনের অংশ জুড়ে থাকবে সোলার প্যানেল। কেবল মাত্র ডুয়াল ক্যামেরা থাকার জন্য ছাড়া হয়েছে উপরের অংশ। এ টুকু বাদ দিলে ফোনটির বাকি ফিচারগুলো যে কোনো বাজারচলতি স্মার্টফোনের মতোই।

ফোনটির সামনের অংশে থাকবে বেজেল-হীন ডিসপ্লে। থাকছে না কোনো নচও। অর্থাৎ পপ-আপ সেলফি ক্যামেরা থাকতে পারে এই ফোনে। আবার, আন্ডার ডিসপ্লে সেলফি ক্যামেরা থাকার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। এদিকে ফোনের পেছনের অংশে সোলার প্যানেল থাকায় নেই কোনো এক্সটার্নাল ফিঙ্গারপ্রিন্ট সেনসর। অর্থাৎ ফোনের ডিসপ্লের নিচেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে বলে মনে করা হচ্ছে। সোলার প্যানেল ছাড়াও সাধারণ চার্জার দিয়েও চার্জ দেয়া যাবে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top