জামালপুরে ভ্রাম্যমাণ আদালতে ৯ জনের অর্থদন্ড

S M Ashraful Azom
0
জামালপুরে ভ্রাম্যমাণ আদালতে ৯ জনের অর্থদন্ড
সেবা ডেস্ক: জামালপুর শহরের কয়েকটি স্থানে অভিযান চালিয়ে আইন লঙ্ঘনের দায়ে নয়জনকে ছয় হাজার ৪০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১৬ অক্টোবর দুপুরে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াছমিন।

জানা গেছে, জামালপুর পৌরসভার টিউবওয়েলপাড় এলাকায় বেআইনিভাবে অটোরিকশা চালানোর অপরাধে ২০০৯ সালের স্থানীয় সরকার (পৌরসভা) আইনে সাতজন অটোরিকশাচালককে দুই হাজার ৪০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এদিকে জামালপুর সদরের তিতপল্লা ইউনিয়নের জামতলী বাজারে কামালের মুদি দোকানে পলিথিনের প্যাকেট পাওয়ায় ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইনে তিন হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে সদরের রশিদপুর ইউনিয়নের তুলসীপুর বাজারে মুজিবুর রহমানের ঘড়ির দোকানে মেয়াদ উত্তীর্ণ ট্রেড লাইসেন্স থাকায় ২০০৯ সালের স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনে তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিন ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, জামালপুর জেলাকে পলিথিনমুক্ত করতে ও পণ্যের বাজারমূল্য নিয়ন্ত্রণ রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। কেউ আইন লঙ্ঘন করে এ ধরনের কাজে জড়িত থাকলে তাদেরকে আইনের আওতায় আনা হবে। তিনি আইন বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top