
সেবা ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর নাসিরাবাদে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৫ নারী মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ৭ এর একটি আভিযানিক দল। এদের মধ্যে একজন ভারতীয় নাগরিক আছে।
তাদের কাছ থেকে ১৭৮৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব ৭, অপরাধ প্রতিরোধ কম্পানি ৩ এর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ কালের কণ্ঠকে বলেন, এরা একটি সংঘবদ্ধ মাদক পাচারকারী চক্র। এর আগেও এরা বিভিন্ন কৌশলে কক্সবাজার থেকে ঢাকায় মাদক পাচার করে নিয়ে গেছে। এবার গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এদের মধ্যে চারজন সম্পর্কে মা-মেয়ে ও একজন ভারতীয় নাগরিক আছে।
আটককৃতরা হলেন ভারতীয় নাগরিক কোমল কর (২৮), নাইমা (২৮) ও তার মা রোজিনা বেগম (৫২) এবং সুমাইয়া ইসলাম (২১) ও তার মা শাহনাজ বেগম (৫০)। এদের কাছ থেকে বিপুলপরিমাণ ইয়াবা, একটি ভারতীয় পাসপোর্ট, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এএসপি তারেক আজিজ আরো জানান, চট্টগ্রাম মহানগরীর নাসিরাবাদ এলাকায় তাদের বহনকারী একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়। মাদকগুলো কোমল ও নাইমার ভ্যানিটি ব্যাগে ছিল।
এরা এই ইয়াবাগুলো বিভিন্ন উপায়ে ঢাকা নিয়ে গিয়ে বিক্রি করে। এমনকি এরা এই মাদক ভারতেও পাচার করে। মিয়ানমার থেকে ভারতে পাচারের একটি নিরাপদ রুট হিসেবে তারা বাংলাদেশকে ব্যবহার করে বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র্যাবের এই জ্যেষ্ঠ কর্মকর্তা।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।