
সেবা ডেস্ক: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিবিএ নির্বাচনে বিমান শ্রমিক লীগের হ্যাট্রিক জয়ের মধ্য দিয়ে আজ বুধবার বিমান শ্রমিক লীগের বিরুদ্ধে অপপ্রচারের রায় দিয়েছেন শ্রমিক কর্মচারীরা। সিবিএ নির্বাচনে কেন্দ্র করে কতিপয় শ্রমিক সংগঠনের নেতারা গত কয়েকদিন যাবত বিমান শ্রমিক লীগের বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার চালিয়েছেন। কিন্তু সেই অপপ্রচারে মন গলাতে পারে নি বিমানের শ্রমিক কর্মচারীদের। বিমানে শ্রমিক কর্মচারীরা ভুলে যায় নি বিমান শ্রমিক লীগ তথা মশিকুর ও মন্তাছার রহমানকে। তারা ঠিকই তাদের পবিত্র আমানত নির্দিষ্ট স্থানে প্রদান করেছেন। অপপ্রচারের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন।
উল্লেখ্য, বিপুল উৎসাহ উদ্দীপনা, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিবিএ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিমান শ্রমিক লীগ পুনরায় বিপুল ভোটের ব্যবধানে সিবিএ নির্বাচিত হয়েছে। সকল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন চলেছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নি। ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে তাদের স্ব স্ব পছন্দের দলকে ভোট প্রদান করেছেন।
আজ বিমান সিবিএ নির্বাচনে ২ হাজার ২শ ৫ জন ভোটারের মধ্যে ১ হাজার ৯ শত ৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে ৩টি শ্রমিক সংগঠন অংশ গ্রহণ করছেন। এর মধ্যে বিমান শ্রমিক লীগ -(ছাতা) ১ হাজার ৭ শ ৮১ ভোট পেয়ে পুনরায় সিবিএ নির্বাচিত হয়েছে। তার নিকটবর্তী বিমান এমপ্লয়ীজ ইউনিয়ন -(উড়োজাহাজ) পেয়েছেন ২ শ ২০ ভোট এবং বিমান শ্রমিক ইউনিয়ন -(কলম) পেয়েছেন ১ শ ২৮ ভোট।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।