পাক প্রধানমন্ত্রীর গুমর ফাঁস করে দিলেন সাবেক স্ত্রী

S M Ashraful Azom
0
পাক প্রধানমন্ত্রীর গুমর ফাঁস করে দিলেন সাবেক স্ত্রী
সেবা ডেস্ক: পাকিস্তান সরকারের প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান।

সম্প্রতি এক টুইট বার্তায় তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র থেকে অবৈধভাবে টাকা পাওয়ার জন্য সেখানে ইমরান খানের নামে দুট কোম্পানি নিবন্ধিত হয়েছে। এছাড়া অস্ট্রেলিয়া থেকেও তহবিল আসে ইমরানের কাছে।

তবে অর্থের কোনো পরিমাণ উল্লেখ করেননি তিনি।

রেহাম আরও জানান, বিদেশ থেকে আসা টাকা বেআইনি। এমনকি এই সংক্রান্ত প্রমাণও প্রকাশ্যে আনবেন।

পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তার প্রাক্তন স্ত্রীর এমন বিস্ফোরক টুইট নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে পাকিস্তানে।

রেহামের দাবি, ‘ইনসাফ অস্ট্রেলিয়া আইএনসি’ নামে ইমরান খানের নামে একটি সংস্থা রয়েছে অস্ট্রেলিয়ায়। যার মাধ্যমে অবৈধ উপায়ে অর্থ সংগ্রহ করে থাকেন তিনি। পুলওয়ামার হামলা নিয়ে ইমরান যে বক্তব্য দেন তা পাক সেনার কথা। ইমরান নিজের বিবেক বিকিয়ে ক্ষমতায় এসেছেন।

তার দাবি, ক্ষমতা বাঁচাতে সেনাবাহিনী যা বলতে বলছে ইমরান তাই বলছে।

মঙ্গলবার ইমরান পুলওয়ামা হামলা নিয়ে দেয়া বক্তব্যে ইমরান বলেছেন, পুলওয়ামা হামলায় পাকিস্তানের কারও জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে সরকার।

এর আগে গত জাতীয় নির্বাচনে ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিরুদ্ধেও অভিযোগ তুলেছিলেন রেহাম।

ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার অনেক আগেই রেহামের সঙ্গে বিচ্ছেদ হয়। তাদের দাম্পত্য জীবন ছিল অল্প কিছুদিনের। রেহাম খান ছিলেন প্রধানমন্ত্রী ইমরান খানের দ্বিতীয় স্ত্রী। বিচ্ছেদের পর থেকেই নানা রেহাম পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নানা অপরাধ উন্মোচন করেছেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top