
ফয়জুর রহমান, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বেনুপুর বজলুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে 'গোল্ড কাপ' ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় ভাটিয়া কান্দি ফুটবল একাদশকে ৫-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে গোসাত্রা পল্লী উন্নয়ন যুবক সমিতি ফুটবল একাদশ।
আশাপুর বেনুপুর (এবি) সবুজ সংঘের উদ্যোগে শুক্রবার বিকাল ৪:৩০ ঘটিকায় গোসাত্রা ফুটবল একাদশ ও ভাটিয়া কান্দি ফুটবল একাদশের মধ্যে সেমিফাইনাল খেলা শুরু হয়। খেলার প্রথম দিক থেকেই গোসাত্রা ফুটবল একাদশ আক্রমণাত্মক অবস্থানে ছিল। এদিকে ভাটিয়া কান্দির রক্ষণভাগটাও তেমন দুর্বল ছিল ন। উত্তেজনামূলক খেলার ১৫ মিনিটেই ১ গোল করে গোসাত্রা ফুটবল একাদশ। পরে আরেকটি গোল করে প্রথমার্ধেই ২-০ এগিয়ে থাকে গোসাত্রা ফুটবল একাদশ। দলটি বিরতির পর আরো ৩ গোল করলে সর্বশেষ ভাটিয়া কান্দি ফুটবল একাদশ ১টি গোল করে। ফলে ৫-১ গোলে জয়লাভ করে গোসাত্রা পল্লী উন্নয়ন যুবক সমিতি ফুটবল একাদশ।
টুর্নামেন্টের আয়োজক কমিটি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আঃ রাজ্জাক, মোঃ এনায়েত হোসেন গজনবী, ফজলুল হক, এডভোকেট খোরশেদ আলম, গোলাম মোস্তফা শাকিল প্রমুখ।
এছাড়াও ইবরাহীম খালেদ, আঃ মান্নান, নাজমুল ইসলাম পাপ্পু, মোঃ মোশারফ হোসেন, হারুন অর রশীদ, সোহান শাহরিয়ার হিমেলসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।