সোনাগাজীতে আশ্রয়ণ-২ প্রকল্পে ঘর পেল ২৮০ পরিবার

S M Ashraful Azom
0
সোনাগাজীতে আশ্রয়ণ-২ প্রকল্পে ঘর পেল ২৮০ পরিবার
সেবা ডেস্ক: ফেনীর সোনাগাজী উপজেলার ২৮০টি অসহায় পরিবার এখন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘যার জমি আছে ঘর নাই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ’ আশ্রয়ণ-২ প্রকল্পের ঘর পেয়ে খুশিতে আত্মহারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে ঘর নির্মাণে ২৮০টি অসহায় পরিবারের জন্য ২ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। এই প্রকল্পে হতদরিদ্র অসহায় পরিবার যার ১ থেকে ১০ শতাংশ জমি আছে কিন্তু ঘর নেই, তার নিজ জমিতে গৃহনির্মাণে একটি ঘরের জন্য ভ্যাট ও ট্যাক্স ছাড়া ১ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। স্থানীয় পৌর মেয়র-চেয়ারম্যান, মেম্বার দিয়ে জরিপ করে উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২৮০টি পরিবারের গৃহ নির্মাণের তালিকা তৈরি করা হয়। সোনাগাজীর চরমজলিশপুর ইউনিয়নে ২১টি, বগাদানা ইউনিয়নে ৩১টি, মঙ্গলকান্দি ইউনিয়নে ৩১টি, মতিগঞ্জ ইউনিয়নে ২৯টি, চরদরবেশ ইউনিয়নে ৩৪টি, চরচান্দিয়া ইউনিয়নে ২৫টি, সোনাগাজী সদর ইউনিয়নে ২৭টি, আমিরাবাদ ইউনিয়নে ৩০টি, নবাবপুর ইউনিয়নে ২৭টি ও সোনাগাজী পৌরসভায় ২৫টি ঘর নির্মাণ করা হয়েছে। আশ্রয়ণ প্রকল্পের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল পারভেজ সার্বক্ষণিক তদারকি করে প্রকল্পের মেয়াদকাল যথা সময়ে শেষ করেন।

উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের পালগিরি গ্রামের হতদরিদ্র মৃত সিরাজুল ইসলামের স্ত্রী রিজিয়া খাতুন বলেন, আমি মানুষের ঘরে কাজ করে সংসার চালাই। আমার নিজের ভাঙা একটা ঘর ছিল। বৃষ্টির দিনে এই ঘরে থাকতে খুব কষ্ট হতো। সরকার আমাকে ঘর দেয়াতে আমি খুব খুশি। আল্লাহর কাছে শেখ হাসিনার জন্য দোয়া করি।

মঙ্গলকান্দি ইউনিয়নের সমপুর গ্রামের প্রতিবন্ধী বিবি হাজেরা বলেন, কখনো ভাবিনি সরকার আমাদের ঘর বানিয়ে দেবে। এই ঘরটা হওয়ায় খুব উপকার হয়েছে। থাকা নিয়ে আর চিন্তা করা লাগবে না।

উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন লিপটন বলেন, স্থানীয়দের সহযোগিতায় উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সার্বিক তদারকিতে সুষ্ঠুভাবে যারা ঘর পাওয়ার উপযুক্ত তাদেরই গৃহ নির্মাণ করে দেয়া হয়েছে। গরিব-অসহায় মানুষের কল্যাণ, উন্নয়ন ও পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা প্রকল্প বাস্তবায়ন করছেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top