
সেবা ডেস্ক: ঘুষ গ্রহণের সময় আজ ১৬ অক্টোবর বুধবার দুপুরে জামালপুর জেনারেল হাসপাতালের অফিস সহকারী কাজী গোলাম মোস্তফা খোকনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টায় হাসপাতালের প্রশাসনিক ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।
দুদকের আঞ্চলিক সমন্বয় অফিস টাঙ্গাইলের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান জানান, গোপন সূত্রের প্রেক্ষিতে জামালপুর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনে অভিযান চালানো হয়। ঘুষ গ্রহণের সময় অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক কাজী গোলাম মোস্তফা খোকনের কাছ থেকে নগদ ৩৬ হাজার টাকাসহ তাকে আটক করা হয়। আটকের পর তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেট থেকে ২৭ হাজার ও আলমারি থেকে ৭০ হাজারসহ মোট ১ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
২৪ জন নার্সের বিনোদন ভাতার ফাইল আটকে রেখে জনপ্রতি ১৫শ টাকা করে মোট ৩৬ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন অফিস সহকারী কাজী গোলাম মোস্তফা খোকন। এছাড়া প্রাপ্ত বাকি টাকা কোন খাত থেকে ঘুষ নেওয়া হয়েছে, এ বিষয়ে তদন্ত অব্যাহত রেখেছে দুদক।
গ্রেফতার কাজী গোলাম মোস্তফা খোকনকে আদালতে সোপর্দ করা হবে। এছাড়া হাসপাতালে লাগামহীন অনিয়ম-দুর্নীতির বিষয়ে তদন্ত অব্যাহত থাকবে বলে পিবিএকে জানিয়েছেন উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।