
রৌমারী প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ধানক্ষেত থেকে জয়নাল আবেদীন (৩৮) নামের এক পল্লি চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ অক্টোবর) সকালে উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের সোনাপুর বাজারের কাছে একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত জয়নাল আবেদীন সোনাপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন পল্লি চিকিৎসক। স্থানীয় সোনাপুর বাজারে তার একটি ফার্মেসী রয়েছে। উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন এ তথ্য জানান।
স্থানীয়রা জানায়, সোমবার সকালে জয়নালের বাড়ির পাশে একটি ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় পথচারীরা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। জয়নালের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, ধানক্ষেতে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে সেখানে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।
সাহেবের আলগা ইউনিয়নের সাবেক ওয়ার্ড চেয়ারম্যান রংমালার স্বামী জয়নাল আবেদীনকে আজ সকালে সোনাপুর বাজারের পূর্ব পাশে রাস্তার ধারে মৃত্যু অবস্থায় পাওয়া যায়। এর সুষ্ঠু তদন্ত করে খুনীদের আইনের আওতায় আনা হোক।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।