
সেবা ডেস্ক: কুড়িগ্রামের রাজিবপুরে সীমান্ত এলাকায় ১০ নভেম্বর গভীর রাতে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে ধরেছে বিজিবি। ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ৩৫ বিজিবি জামালপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম আজাদের দিক নির্দেশনায় কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার বালিয়ামারী বিওপির নায়েব সুবেদার মো. নুরুল ইসলামের নেতৃত্বে ছয় সদস্যের একটি টহলদল ১০ নভেম্বর রাত পৌনে একটার দিকে অভিযানে নামে। তারা স্থানীয় সীমান্ত পিলার ১০৭৫/৪-এস হতে আনুমানিক এক হাজার গজ বাংলাদেশের অভ্যন্তরে চর লাঠিয়ালডাঙ্গা এলাকা থেকে এক কেজি ভারতীয় গাঁজাসহ বিরবল দাস (৫৩) নামের এক মাদক কারবারিকে ধরেন। জব্দ হওয়া গাঁজার আনুমানিক মূল্য সাড়ে তিন হাজার টাকা।
আটক বিরবল দাস রাজিবপুর উপজেলার মরিচাকান্দি জালছিড়ামোড় এলাকার মৃত নন্দ কুমার দাসের ছেলে। তার বিরুদ্ধে রৌমারী থানায় মামলা দায়ের করা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।