
রফিকুল আলম,ধুনট (বগুড়া) : মাদক কারবারির অভিযোগে বগুড়ার ধুনট উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সহসভাপতি শামিম আকতারকে দল থেকে বহিস্কার করা হয়েছে। রবিবার সকালের দিকে বগুড়া জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আহবায়ক সবুজ সওদাগর ও যুগ্ম আহবায়ক জাকারিয়া তারেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শামিম আকতার ধুনট পৌর এলাকার উত্তর অফিসারপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে অবস্থিত ইত্যাদি ফার্মেসী নামে এক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। তিনি দীর্ঘদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোড়ে অবস্থিত ইত্যাদি ফার্মেসীতে বসে চিকিৎসাসেবার অন্তরালে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য সেবন ও বিক্রি করে।
এই অভিযোগে শুক্রবার রাত প্রায় সাড়ে ৮টার দিকে ওই ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ের করে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ধুনট উপজেলার বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি কোরবান আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, শামিম আকতার ফেন্সিডিলসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। গঠনতন্ত্র মোতাবেক তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ প্রমানিত হওয়ায় জেলা কিমিটির নেতৃবৃন্দ তাকে দল থেকে স্থায়ী ভাবে বহিস্কার করেছেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।