
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে আলো কৃষি উন্নয়ন সংস্থার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। ইসলামপুর পৌর এলাকার মোশারফগঞ্জ বাজার শাখার আলো কৃষি উন্নয়ন সংস্থার কার্যালয়ে রবিবার বর্ষপুর্তি উদযাপনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলো কৃষি উন্নয়ন সংস্থার পরিচালক আল আমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আঃ খালেক আকন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামপুর পৌরসভা কাউন্সিলর নুরল হক চুন্নু,মোঃ শহিদুল্লাহ, আলো কৃষি উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আল রাজু রহমান।
শিক্ষক জাহিদুল রহমানের সঞ্চালনায় অন্যানের মধ্য আলো কৃষি উন্নয়ন সংস্থার ম্যানেজার হেলাল উদ্দিন,ফিল্ড অফিসার মিনা আক্তার,মনিকা আক্তার,শিল্পী আক্তার,বিথী আক্তার,রাজিয়া আক্তার প্রমূখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য যে, আলো কৃষি উন্নয়ন সংস্থার প্রতি নিয়তই টেকসই কৃষি উন্নয়ন,নেতৃত্ব উন্নয়ন,স্বাস্থ্য উন্নয়ন,অর্থনীতি উন্নয়নে প্রত্যন্ত অঞ্চলে কাজ করে যাচ্ছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।