
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় ৭ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে অপহরণ ও ৭ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে প্রিন্স মিয়া (২২) নামের এক বখাটে যুবককে গ্রেফতার করেছে সাঘাটা থানা পুলিশ। সেইসাথে ভুক্তভোগী স্কুল ছাত্রীকেও উদ্ধার করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে , গত ৩ নভেম্বর/১৯ রবিবার ভুক্তভোগী স্কুলছাত্রী বিদ্যালয় থেকে ফেরার পথে অটো চালক প্রিন্স তাকে অটোতে করে বাসায় পৌঁছে দেয়ার কথা বলে অটোতে তুলে সুকৌশলে অপহরন করে। পরে নিখোঁজ স্কুল ছাত্রীকে পরিবার খুঁজে না পাওয়ায় বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে আজ ১১ নভেম্বর সোমবার সকালে ভরতখালি ইউনিয়নের উল্যা বাজার এলাকার ওয়াহেদুল ইসলামের বাড়ী থেকে আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত প্রিন্স সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পশ্চিম রাঘবপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে। সে পেশায় একজন অটো বাইক চালক বলে জানা গেছে।
এ ব্যাপারে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বেলাল হোসেন জাগরণকে বলেন, ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। অপহরন ও ধর্ষনের অভিযোগে অভিযুক্ত প্রিন্সের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা রুজু করা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।