রৌমারীতে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

S M Ashraful Azom
0
রৌমারীতে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শফিকুল ইসলাম,রৌমারী প্রতিনিধি : কেন্দ্রিয় কর্মসূচী অনুযায়ী সারা দেশের ন্যায় কুড়িগ্রামের রৌমারীতেও উপজেলা যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

১১ নভেম্বর (সোমবার) সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।। পরে মিলাদ মাহফিল শেষে দলীয় কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। উপজেলা যুবলীগের সভাপতি হারুনুর রশিদ হারুনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল ইসলাম মিনু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুগ্ন সাধারন সম্পাদক ও যাদুরচর ডিগ্রি কলেজের প্রভাষক রফিকুল আলম শাহিন ও নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম শালু, সাবেক যুগ্ন আহŸায়ক রুহুল আমিন, রৌমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোজাফফর েেহাসেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক প্রমূখ।

এছাড়াও যুবলীগের স্বস্ব ইউনিয়নের সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জাইদুল ইসলাম মিনু।


প্রসঙ্গত, আজ ১১ নভেম্বর বাংলাদেশের প্রথম যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৭২ সালের এইদিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেশনের মাধ্যমে  প্রতিষ্ঠা লাভ করে সংগঠনটি।

সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ফজলুল হক মনির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা,   যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনিসহ ১৯৭৫ সালের ১৫আগস্ট নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ এবং মোনাজাত অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তাগন বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের রোলমডেল। এর কৃতিত্ব মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার। উন্নয়ন কার্যক্রম চলমান রাখার জন্য যুবলীগকে শক্তিশালী করার জন্য, আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে ক্ষ্ধুা, দরিদ্র, সবার জন্য শিক্ষা, জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও মাদকমুক্ত বঙ্গবন্ধু'র কাঙ্খিত সোনার বাংলা বিনির্মাণে ভুমিকা রাখতে হবে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top