দেশে লবণের পর্যাপ্ত মজুদ রয়েছে, জানালো শিল্পমন্ত্রণালয়

S M Ashraful Azom
0
দেশে লবণের পর্যাপ্ত মজুদ রয়েছে, জানালো শিল্পমন্ত্রণালয়
সেবা ডেস্ক: বাংলাদেশে বর্তমানে সাড়ে ৬ লাখ মেট্রিক টনের বেশি ভোজ্য লবণ মজুদ রয়েছে।
এরমধ্যে কক্সবাজার ও চট্টগ্রামের লবণ চাষীদের কাছে চার লাখ পাঁচ হাজার মেট্রিক টন এবং বিভিন্ন লবণ মিলের গুদামে ২ লাখ ৪৫ হাজার মেট্রিক টন লবণ মজুদ রয়েছে।

এছাড়া সারাদেশে বিভিন্ন কোম্পানির ডিলার পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে পর্যাপ্ত মজুদ রয়েছে।

পাশাপাশি চলতি মাস থেকে লবণের উৎপাদন মৌসুম শুরু হয়েছে ইতিমধ্য কক্সবাজার জেলার কুতুবদিয়া মহেশখালী উপজেলায় উৎপাদিত নতুন লবণও বাজারে আসতে শুরু করেছে।

আজ মঙ্গলবার বিকালে শিল্প মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত তথ্য বিবরণীতে এ তথ্য জানা যায়।


শিল্প মন্ত্রণালয়ের তথ্য বিবরণীতে আরও জানা যায়, দেশে প্রতি মাসে ভোজ্য লবণের চাহিদা প্রায় ১ লাখ মেট্রিক টন। অন্যদিকে লবনের মজুদ আছে সাড়ে ৬ লাখ মেট্রিক টন। সে হিসাবে লবণের কোন ঘাটতি নেই।

একটি স্বার্থান্বেষী মহল লবণের সংকট রয়েছে মর্মে গুজব ছড়িয়ে অধিক মুনাফা লাভের আশায় লবণের দাম অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলে প্রতীয়মান হচ্ছে।

এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য শিল্পমন্ত্রণালয় সকলের দৃষ্টি আকর্ষণ করছে।


উল্লেখ্য লবণ সংক্রান্ত বিষয়ে তদারকির জন্য শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক প্রধান কার্যালয় ইতোমধ্য একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। যার নং ০২-৯৫৭৩৫০৫ ও ০১৭১৫২২৩৯৪৯।

লবণ সংক্রান্ত যে কোন তথ্যের জন্য কন্ট্রোল রুমের উল্লেখিত নম্বরসমূহ যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top