বকশীগঞ্জে পশু খাদ্য ও কৃমিনাশক ট্যাবলেট বিতরণ

S M Ashraful Azom
0
বকশীগঞ্জে পশু খাদ্য ও কৃমিনাশক ট্যাবলেট বিতরণ
বকশীগঞ্জ প্রতিনিধি: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (ফাও) এর এর উদ্যোগে উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ের সহযোগিতায় জামালপুরের বকশীগঞ্জে পশু খাদ্য ও কৃমিনাশক ট্যাবলেট বিতরণ করা হয়েছে।

২২ ডিসেম্বর রোববার বিকালে উপজেলার ২৪০ জন পশু খামারিকে তিন বস্তা করে খাবার ও ১২ টি করে কৃমিনাশক ট্যাবলেট বিতরণ করা হয়।

পশু খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার পালের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, প্রাণি সম্পদ কার্যালয়ের ভেটেরিনারী সার্জন ডা. শিহাব উদ্দিন , উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাণি সম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত একটি পৌরসভা ও ৭ টি ইউনিয়নের ২৪০ জন পশু খামারিকে তিন বস্তা করে মোট ৭২০ বস্তা পশু খাদ্য ও ১২ টি করে কৃমিনাশক ট্যাবলেট বিতরণ করা হয়।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top