
জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহের খাসিমারা-পুটিয়াপাঠা উচ্চ বিদ্যালয়ের ২০২০ সালের এসএসসি পরিক্ষার্থীদের ফরম ফিলাপের অতিরিক্ত অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। স্কুলের সহকারি শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য এবং ছাত্র-অভিভাবকরা জেলা প্রশাসক, ইউএনও, শিক্ষা অফিসাসহ বিভিন্ন দপ্তরে এমন অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, প্রধান শিক্ষক মোখলেসুর রহমান চলতি শিক্ষাবর্ষের এসএসসি পরিক্ষার্থীদের কাছ থেকে ২ হাজার টাকার স্থলে ২হাজার ৫শ’ টাকা থেকে ৪ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ গ্রহণ করেছেন। শিক্ষার্থীদের মাসিক বেতনসহ সকল বকেয়া পরিশোধের পরও এ অতিরিক্ত টাকা হাতিয়ে নেয়া হয়। এই টাকা আদায়ের জন্য অনেক শিক্ষার্থীর উপর বলপ্রয়োগ করলে বিষয়টি বাইরে জানাজানি হয়। অতিরিক্ত টাকা প্রদানের কথা বাইরে প্রকাশ করলে পরিক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না এমনকি পরিক্ষার হলে ঝামেলায় ফেলার ভয়ভীতি প্রদর্শন করে শিক্ষার্থীদের।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলাহী আখন্দ বলেন-অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের তদন্ত হবে। প্রধান শিক্ষক মোখলেসুর রহমান অভিযোগ অস্বীকার করেছেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।