
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকার চালাকপাড়া জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
এ সময় বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর , শামসুল আলম, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর , পৌর কাউন্সিলর মিজানুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা উপিস্থত ছিলেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার মসজিদ নিমার্ণের জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।