
সেবা ডেস্ক: সারাদেশেই সাধারণত যারা হেলমেট ছাড়া মোটর বাইক চালালে পুলিশ তাদেরকে মামলা দিয়ে থাকেন, কিংবা তাদের বুঝিয়ে-শুনিয়ে, সতর্ক করে ছেড়ে দেন। কিন্তু টাঙ্গাইলের সখীপুরে হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের মামলা না দিয়ে হেলমেট প্রদান করেছে করলেন সখীপুর খানা পুলিশ।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পৌর শহরের বিভিন্ন পয়েন্টে হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের গতিরোধ করে তাদের বিরুদ্ধে মামলা না দিয়ে হেলমেট ক্রয়ের পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
যারা মোটরসাইকেল চালানো অবস্থায় হেলমেট ব্যবহার করে নাই প্রাথমিকভাবে তাদেরকে হেলমেট সংগ্রহ পূর্বক হেলমেট মাথায় পড়িয়ে দেন সখীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমির হোসেন ও ইন্সপেক্টর তদন্ত জনাব এএইচএম লুৎফুল কবির।
সখীপুর থানার অফিসার মোঃ আমির হোসেন বলেন- মোটরসাইকেল চালকদের সচেতনাবৃদ্ধির লক্ষে হেলমেট বিহীন চালকদের বিরুদ্ধে মামলা না দিয়ে তাদেরকে হেলমেট ক্রয় করিয়ে মাথায় পড়িয়ে দেওয়া হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।