
গাইবান্ধা জেলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুিট স্পীকার মো: ফজলে রাব্বি মিয়া বলেছেন সরকার মানসম্মত শিক্ষা উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহবান জানান।
স্বাধীনতার ইতিহাস এবং সেই ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে।
বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আরও বেশি গবেষনার মাধ্যমে তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে , যাতে তারা মুক্তিযুদ্ধের চেতনা ধারন করে ভবিষ্যতে দেশ ও জনগনের জন্য কাজ করতে পারে। তাই ৭১ এর চেতনায় উদ্ধুদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে চায়।
তিনি আজ মঙ্গলবার গাইবান্ধার সাঘাটা উপজেলায় জুমাবাড়ি বাদিনারপাড়া হাইস্কুলে ৭১ লাখ টাকা ব্যয়ে ৪ তলা ভিতসহ একতলা একাডেমিক ভবন এবং ৮০ লাখ ৪২ হাজার টাকা ব্যয়ে কালপানি ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন দ্বিতল ভবন উদ্বোধনকালে এসব কথা বলেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দীন জাহাঙ্গীর, এলজিইডির সিনিয়র প্রকৌশলী সাবিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু উপস্থিত ছিলেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।