কক্সবাজার-সেন্টমার্টিনের জাহাজ চলাচল শুরু

S M Ashraful Azom
0
কক্সবাজার-সেন্টমার্টিনের জাহাজ চলাচল শুরু
সেবা ডেস্ক: কক্সবাজার থেকে সেন্টমার্টিন রুটে যাত্রীবাহী জাহাজ নিয়ে পর্যটকদের আগ্রহ ছিল চরমে। গতকাল ৩০ জানুয়ারি বিলাসবহুল জাহাজ এমভি কর্ণফুলী এক্সপ্রেস উদ্বোধন করা হলেও নিয়মিত চলাচল করবে তার পরদিন থেকে। বিষয়টি নিশ্চিত করেছেন ফারহান এক্সপ্রেস ট্যুরিজমে ব্যাবস্থাপনা পরিচালক হোসাইন ইসলাম বাহাদুর।

এমভি কর্ণফুলী এক্সপ্রেসে রয়েছে চার ক্যাটাগরির মোট ৫১০ টি আসন। এর মধ্যে ইকোনমি আসনের ভাড়া জনপ্রতি দুই হাজার টাকা। এছাড়া বিজনেস শ্রেণীর ভাড়া নির্ধারণ করা হয়েছে দুই হাজার ৫শ' টাকা। ১৭ টি ভিআইপি কেবিন রয়েছে কর্ণফুলী এক্সপ্রেসে। এরমধ্যে ইকোনমি শ্রেণীর কেবিনের ভাড়া ১২ হাজার ও লাক্সারি কেবিনের ভাড়া ১৫ হাজার টাকা। এ ভাড়ার সঙ্গে অন্তর্ভূক্ত সকালের নাস্তা ও দুপুরের খাবার।

ফারহান এক্সপ্রেস ট্যুরিজমের মার্কেটিং কর্মকর্তা লুৎফুর রহমান বলেন, আপাতত সিদ্ধান্ত হয়েছে কক্সবাজার বিআইডব্লিউটিএ ঘাট থেকে সকাল ৭ টায় কর্ণফুলী এক্সপ্রেস ছাড়া হবে। সেন্টমার্টিন থেকে বিকেল ৩ টায় কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হবে। গন্তব্যে পৌঁছাতে জাহাজটির প্রায় চার ঘণ্টা সময় লাগবে।

এর আগে কক্সবাজার থেকে সেন্টমার্টিন যাওয়ার আগে নৌযানটির সী ট্রায়াল সম্পন্ন হয়। কর্ণফুলী নদী থেকে পতেঙ্গার সমুদ্র মোহনা পর্যন্ত সফলভাবে চলাচল করে কর্ণফুলী এক্সপ্রেস। জাহাজটি ঘণ্টায় প্রায় ১২ নটিক্যাল মাইল গতিতে ছুটতে পারে। নৌযানটির দৈর্ঘ্য ৫৫ মিটার ও প্রস্থ ১১ মিটার। আমেরিকার বিখ্যাত কামিন্স ব্র্যান্ডের দুটি প্রাপালেশন ইঞ্জিন রয়েছে এতে, প্রতিটির ক্ষমতা প্রায় ৬০০ বিএইচপি। কর্ণফুলী এক্সপ্রেসে রয়েছে কনফারেন্স রুম, ডাইনিং স্পেস ও সী ভিউ ব্যালকনি।

কক্সবাজার থেকে সেন্টমার্টিনের জাহাজ সার্ভিসটি পরিচালনা করবে কর্ণফুলী শিপ বিল্ডার্স। পরিচালনায় সার্বিক সহযোগীতায় থাকছে ফারহান এক্সপ্রেস ট্যুরিজম। নৌযানটি আগে চট্টগ্রামের সদরঘাট থেকে হাতিয়ার নলচিরা হয়ে সন্দ্বীপে চলাচল করতো। যা লিজেন্ডারি নৌযান এমভি আলাউদ্দিন আহমেদ নামে পরিচিত ছিল। পরে ডিজাইন ফার্ম এসএসটি মেরিন সল্যুশনের মাধ্যমে নকশা পরিবর্তন করা হয়।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top