
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের ধানুয়া কামালপুর স্থল বন্দরে মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে। নভেল করোনা ভাইরাস পরীক্ষার জন্য বন্দরে সার্বক্ষণিক একটি মেডিকেল ক্যাম্প গঠন করা হয়।
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসকের নেতৃত্বে বুধবার থেকে বন্দরে শ্রমিক , ট্রাক চালক ও আমদানি-রপ্তানিকারকদের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জাহিদুল আরেফিন জানান, করোনা ভাইরাস নিয়ে যে আতঙ্ক তৈরি হয়েছে তা নিয়ে আমরা সীমান্তে মেডিকেল ক্যাম্প বসিয়েছি। প্রতিদিন ভারত থেকে আসা ব্যবসায়ী ও ট্রাক চালক ও বন্দরে কাজ করা বাংলাদেশি শ্রমিকদের পরীক্ষা করা হচ্ছে।
পাশাপাশি করোনা ভাইরাস থেকে সুরক্ষা ও করণীয় নিয়ে তাদেরকে সচেতন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী জানান, ভারত-বাংলাদেশের সীমানায় কামালপুর স্থল বন্দরে যেহেতু প্রতিদিন ভারতীয় ব্যবসায়ী ও ট্রাক চালকরা আসে তাই তাদের পরীক্ষার জন্য মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে। তবে এখন পর্যন্ত করোনা ভাইরাসের কোন অস্তিত্ব পাওয়া যায় নি।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।