
শিব্বির আহমদ রানা, বাঁশখালী সংবাদদাতা, চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের অন্তর্গত রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, নবাগত শিক্ষার্থীদের বরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিদ্যালয় মাঠে এ বিদায় সংবর্ধনা, নবীন ববরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সোনালী পরিবহনের স্বত্বাধিকারী ও রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুস ছবুরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রী কলেজ ও বাহারছড়া রত্নপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মুজিবুর রহমান।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এম এম নুরুন্নবী আজিজীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন খানখানাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুস সবুর, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য নুরুল ইসলাম, ব্যাংক কর্মকর্তা আব্দুুস সালাম, সহকারি শিক্ষক বাবু কুমার দেবাশীষ দাশ, পশ্চিম বাঁশখালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুহাম্মদ জাহাঙ্গির আলম, মাষ্টার মু. ফোরকান চৌধুরী, আলহাজ্ব আবুল কাশেম, বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ লোকমান, ইউপি সদস্য আব্দুল হক, ইউপি সদস্যা নিলুফার আক্তার, মুহাম্মদ জসীম উদ্দিন হায়দার প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে বলেন- "আগামীর নেতৃত্ব তোমাদের হাতে। তোমাদেরকে যোগ্য, সৎ নাগরিক হয়ে উঠে আসতে হবে। এ জন্যে তোমাদেরকে মেধা চর্চা করতে হবে। ভালো একটি রেজাল্ট বদলে দেবে তোমাদের জীবন। সফলতার জন্য সার্টিফিকেটই যথেষ্ট নয়, পড়ালেখার পাশাপাশি সুন্দর চরিত্রের সমন্বয় থাকতে হবে।"
সকাল ১০ টা থেকে অনুষ্ঠিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগীতা, কবিতা আবৃতি, রচনা প্রতিযোগীতা সহ নানা বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয় বিদায় অনুষ্ঠান, নবীন বরণ ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজের নানা শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে দোয়া মাহফিলেরর মাধ্যমে অনুষ্ঠানেরর সমাপ্তি ঘটে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।