পোশাকের নতুন বাজার খুঁজে বের করতে হবে, বললেন প্রধানমন্ত্রী

S M Ashraful Azom
0
পোশাকের নতুন বাজার খুঁজে বের করতে হবে, বললেন প্রধানমন্ত্রী
সেবা ডেস্ক: বিশ্ববাজারে দেশের পন্যসামগ্রীর চাহিদা বাড়ানো ও রপ্তানীর নতুন বাজার খুজতে ব্যবসায়ীদের তাগিদ দিয়েছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীতে জাতীয় বস্ত্র দিবস ও বহুমুখী বস্ত্র মেলার উদ্বোধন করে তিনি এ কথা বলেন। সরকারী খাতে কোন কল কারখানা গেলে কেন লাভবান হয় না প্রশ্ন তোলে বেসরকারী খাতকে এগিয়ে আসার আহবান রাখেন প্রধানমন্ত্রী।

দেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় উৎস বস্ত্র খাত। গত অর্থ বছরে যা থেকে এসেছে প্রায় ৩৮ বিলিয়ন মার্কিন ডলার। শ্রমঘন এ শিল্পে যুক্ত আছে প্রায় ৫০ লাখ জনবল।

বস্ত্রখাতের উৎকর্ষ সাধন ও রপ্তানিকে উৎসাহিত করার লক্ষ্যে দেশে প্রথমবারের মতো পালিত হচ্ছে জাতীয় বস্ত্র দিবস। বুধাবার (৯ জানুয়ারি) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় প্রধানমন্ত্রী বস্ত্র খাতের উন্নয়নে ভূমিকা রাখায় ৯ টি ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করেন। পরে বক্তব্যে গত এক দশকে এখাতে সরকারের অবদান তুলে ধরেন। পরামর্শ দেন নিজস্ব বাজার তৈরির পাশাপাশি প্রতিবেশী দেশের সাথে বাণিজ্য বাড়ানোর।

প্রধানমন্ত্রী বলেন, আমার নিজের দেশের মানুষের যেন ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায় এবঞ্ছ সেই সাথে নিজস্ব একটা বাজার যেন তৈরি করতে পারি সাথে সাথে রপ্তানি যেন বৃদ্ধি পায় সেই প্রচেষ্টা আমরা চালাচ্ছি।

বস্ত্র খাতে কারিগরি শিক্ষার সুযোগ বাড়ানো হচ্ছে জানিয়ে পোষাক উৎপাদনে বৈচিত্র এনে নতুন বাজার খুজে বের করার নির্দেশ দেন শেখ হাসিনা।

রেশমখাতের সরকারি উদ্যোগ লাভজনক না হওয়ায়, হতাশার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বেসরকারি ক্ষাতকে এর জন্য এগিয়ে আসতে হবে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top