আগামীকাল রাজধানীর যেসব এলাকায় বন্ধ থাকবে গ্যাস

S M Ashraful Azom
0
আগামীকাল রাজধানীর যেসব এলাকায় বন্ধ থাকবে গ্যাস
সেবা ডেস্ক: রাজধানী ঢাকার রামপুরা-বনশ্রীসহ আশ-পাশের এলাকায় আগামীকাল বুধবার চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপলাইন স্থানান্তর-পুনর্বাসন কাজে নবনির্মিত পাইপলাইনের সঙ্গে বিদ্যমান পাইপলাইনের টাই-ইন করতে গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, লিকেজ সমস্যা নিরসনে পশ্চিম রামপুরার মোল্লা টাওয়ার থেকে উলন রোড এলাকায় পাইপলাইন স্থানান্তর-পুনর্বাসন কাজে নবনির্মিত পাইপলাইনের সঙ্গে বিদ্যমান পাইপলাইনের টাই-ইন কাজ হবে। এতে বুধবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ব রামপুরা, পশ্চিম রামপুরা, বনশ্রী ও আশপাশের এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাসের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top