
গাইবান্ধা জেলা প্রতিনিধি: সড়ক র্দূঘটনা রোধে গাইবান্ধা জেলার সড়ক মহাসড়কসহ সর্বত্র নিরাপত্তার চাদরে মুড়ে রাখার জন্য গাইবান্ধা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম এর নের্তৃত্বে সবসময় নিরলসভাবে কাজ করে যাচ্ছে গাইবান্ধা জেলা পূলিশ । এছাড়াও জেলা জুড়ে বর্তমান সড়ক আইন বিষয়ে ব্যাপক জনসচেতনতা মুলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এর ধারাবাহিকতায় জেলা পুলিশ (ট্রাফিক বিভাগ) এর আয়োজনে আজ ৫ ফেব্রয়ারী বুধবার জেলা পুলিশে সুপারের কার্যালয়ে জেলার পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, ড্রাইভিং স্কুলের অধ্যক্ষগণসহ জেলার বিআরটিএ কর্মকর্তাগণকে নিয়ে নিরাপদ সড়ক শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান আতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার সম্মানিত পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
জেলা ট্রাফিক পুলিশের টিআই এডমিন নুরে আলম সিদ্দিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি সড়ক নিরাপদ রাখতে সকলের সহযোগীতা কামনা করে মতামত কামনা করেন। এসময় উপস্থিত মালিক, শ্রমিক,ড্রাইভিং স্কুলের অধ্যক্ষগণ,বিআরটিএ এর কর্মকর্তাগণ নিজ নিজ মতামত ব্যক্ত করেন। পরে সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক আইন কার্যকরের উপর গুত্বারোপ করে বর্তমান সড়ক আইন মেনে সড়ক ব্যবহার ও যান চলাচলের জন্য সকলের সহযোগীতা কামনা করেন প্রধান অতিথি। শেষে গাইবান্ধা জেলা পিক আপ মালিক সমিতির পক্ষ হতে জেলা পুলিশের জন্য একটি দেওয়াল ঘড়ি প্রদান করা হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।