
সেবা ডেস্ক: রাজধানী ঢাকা উত্তর সিটির নবাব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন ঢাকা উত্তরের আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। শনিবার সকালে পরিবারের সদস্যদের নিয়ে হেঁটে সেখানে উপস্থিত হন তিনি।
উত্তরা ৪ নম্বর সেক্টরে কেন্দ্রের কাছাকাছি বাসা হওয়ায় সকালে স্ত্রী-মেয়ে এবং এফবিসিসিআইয়ের নেতারাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে হেঁটেই কেন্দ্রে আসেন আতিক। পরে হাবিবুল্লাহ স্কুল কেন্দ্রের প্রথম ভোটার হিসেবে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন আতিকুল ইসলাম।
ভোট কার্যক্রম শেষে সংবাদমাধ্যমকে আতিক জানান, এতোদিন প্রচারণার পর সুন্দর করে ভোট দিতে পেরে খুব খুশি তিনি। জয়ের ব্যাপারেও শতভাগ আশাবাদ তিনি।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।