
সেবা ডেস্ক: করোনাভাইরাসের আতঙ্কে আতঙ্কিত পুরো বিশ্ব। এরইমধ্যে এ ভাইরাসের উৎপত্তিস্থল চীনের বেশ কিছু রাজ্য অচল। এর প্রভাব পড়েছে অন্যান্য দেশেও। এ ভাইরাস থেকে রক্ষা পেতে ব্যবহার বেড়েছে মাস্কের। এরই ধারাবাহিকতায় বাংলোদেশেও বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে এর মূল্যও। যেখানে একটি মডেলের মাস্কের নির্ধারিত মূল্য থেকে বেড়ে হয়েছে ১৭৫০ টাকা।
তবে দাম বৃদ্ধি কারণ হিসেবে অনেকেই বলছেন- যথাযথ যোগানের অভাবেই ঘটেছে এ বিপত্তি। ব্যবসায়ীরা বলছেন, বাজারের মানসম্মত সব মাস্ক চীন থেকে আমদানি করা হয়। বর্তমানে চীন মাস্ক রফতানি বন্ধ রেখেছে। আর এ কারণেই বেড়েছে দাম।
রাজধানীর কয়েকটি ফার্মেসি ঘুরে ও অনলাইনে বেচাকেনার ওয়েবসাইটগুলোতে ঘুরে দেখা গেছে, ডিস্পোজেবল নন ওভেন ফ্যাব্রিক মাস্ক বিক্রি হচ্ছে ২৫ টাকায়, কটন মাস্ক ১২০ টাকা, স্পঞ্জ অ্যান্টি ডাস্ট মাস্ক ৫০ টাকা, এন-৯৫ (৮২১০) মাস্ক ২৫০ টাকা, এন-৯৫ (৮১১০এস) ১৮০ টাকা, পিএম-২.৫ মাউথ মাস্ক ১২০ টাকা, সাওমি এয়ারপপ থ্রি-সিক্সটি ডিগ্রি অ্যান্টি ফগ মাস্ক ৩৫০ টাকা, সাওমি স্মার্টলি ফিল্টার মাস্ক ৪৫০ টাকা এবং সাওমি পিএম-২.৫ লাইট ওয়েট মাস্ক বিক্রি হচ্ছে ১৭৫০ টাকা।
১৭৫০ টাকার সর্বোচ্চ দামের মাস্কটি বিক্রি করছে বিডি শপ ডট কম নামের একটি অনলাইন শপ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।