![]() |
ফিরোজ আহম্মেদ |
রফিকুল আলম,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় ফইলার বিল মাঠে বোরো ধানের জমি চাষ করার সময় রনজু মিয়া (৪২) নামে এক কৃষককে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত রনজু মিয়া উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শৈলমারী গ্রামের মোকছেদ আলী প্রামানিকের ছেলে।
এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে শুক্রবার রাতেই সিএনজি চালিত অটোরিকশার চালক ফিরোজ আহম্মেদকে (২৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ফিরোজ আহম্মেদ একই গ্রামের আলতাব হোসেনের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা একটি ধারালো হাসুয়া উদ্ধার করেছে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার দিকে রনজু মিয়া বাড়ির থেকে প্রায় ৪০০ মিটার দুরে ফইলার বিল মাঠে নিজের জমিতে পাওয়ার টিলার দিয়ে বোরো ধানের চারা রোপনের জন্য চাষ করতে ছিলেন। এ অবস্থায় শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে দূর্বৃত্তরা জমির ভেতর রনজু মিয়াকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়।
এসময় রনজু মিয়ার চিৎকারে স্বজনরা বাড়ি থেকে ঘটনাস্থলে পৌছে তাকে জমির ভেতর পাওয়ার টিলার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১টার দিকে তার মৃত্যু হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ময়না তদন্ত শেষে রনজুর মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে ফিরোজ নামে এক যুবককে আটক করা হয়েছে। হত্যাকান্ডের প্রকৃত কারণ উন্মোচন করতে তদন্ত কাজ চলমান রয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।