
সেবা ডেস্ক: ঢাকা মেট্রোপলিটান পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে কেন্দ্রের আশেপাশে ভোটার ছাড়া কাউকে পেলে সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হবে।
শুক্রবার বিকেলে সিদ্ধেশ্বরী কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার একথা বলেন।
তিনি বলেন, এ ভোট সিটি নির্বাচনের ভোট। যারা ভোটার কেবল তারাই কেন্দ্রে যাবে। ভোটার ছাড়া কাউকে ভোট কেন্দ্রে যেতে নিষেধ করা হয়েছে। এরপরেও যারা কেন্দ্রে বা তার আশেপাশে ঘোরাফেরা করবেন তাহলে তারা ভিন্ন কোনো উদ্দেশ্য নিয়ে গেছেন। অতএব তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিএমপি কমিশনার বলেন, ভোটগ্রহণের নিরাপত্তায় ৪০ হাজার পুলিশ সদস্য ঢাকার বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করবে। এর মধ্যে ৩০ হাজার মাঠে থাকবে আর ১০ হাজার পুলিশ সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।