
সেবা ডেস্ক: দেশের বঙ্গোপসাগরের সোয়াচ অব নো গ্রাউন্ডে রয়েছে হাঙ্গর, কচ্ছপ ছাড়াও বিরল প্রজাতির জলজ প্রাণি। আর এ সব প্রাণি নিয়ে গবেষণা করতে বঙ্গোপসাগরের নীল জলরাশিতে জাহাজ নিয়ে ঘুরে বেড়ায় দেশের গবেষকরা।
তাদের অপেক্ষা একবার যদি তিমির দলের দেখা মিলে? অবশেষে সেখানেই দেখা দিলো ব্রাইটস হোয়াইল বা তিমি।
ইসাবেলা ফাউন্ডেশন প্রধান গবেষক ড. আনিসুজ্জামান বলেন, বঙ্গোপসাগরের সোয়াচ অব গ্রাউন্ড হচ্ছে বাংলাদেশের ভূ সীমানায় বঙ্গোপসাগর একটি অসীম জায়গা যা সম্পর্কে আমাদের ধারণা বা জ্ঞান খুবই কম। তিমি ও বিরল জীববৈচিত্র্যের নিরাপদ আবাসস্থল।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।