
জামালপুর সংবাদদাতা: জামালপুর শহরের আরেকটি বাল্যবিয়ে বন্ধ করলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ আবু আব্দুল্লাহ খান।
শুক্রবার রাত আড়াইটার দিকে শহরের বোষপাড়ার জাহাঙ্গীর আলমের বাসায় আব্দুল আলীর ছেলের আবু রায়হানের সাথে বোষপাড়ার সাদেক আলীর মেয়ে ৯ম শ্রেণীর ছাত্রী সাবিনা আক্তারের বাল্য বিয়ে অনুষ্ঠিত হয়।
খবর পেয়ে জেলা প্রশাসন মোবাইল কোর্ট বসিয়ে ছেলের বাবা আব্দুল আলী ও মেয়ের বাবা মোঃ সাদেককে ১০ হাজার টাকা জারিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদন্ডাদেশ দেন। বাল্যবিয়ের সহায়তাকারী বাড়ির মালিক জাহাঙ্গীরের কাছে মুচলেকা নেওয়া হয়।
নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ আরিফুর রহমান, নির্বাহী ম্যাজিষ্টেট এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, এস আই আসীম কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।