
সেবা ডেস্ক: ভারতে ক্রমেই বেড়ে চলেছে হিন্দু ও সংখ্যালঘু মুসলিমদের মধ্যে বিরোধ। আর তাদের এই বিরোধকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দাও লুটছে উগ্রবাদীদের অনেকে। জনমত তৈরির চেষ্টা করছে সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে।
চলমান এই পরিস্থিতির মধ্যেই দেশটির মহারাষ্ট্র রাজ্যের দেয়ালে শোভা পাচ্ছে অবৈধ বাংলাদেশি ও পাকিস্তানিদের ধরিয়ে দিলে পাঁচ হাজার রুপি পুরস্কারের ঘোষণা।
সম্প্রতি বিভিন্ন ভারতীয় মিডিয়ায় প্রকাশিত হয়েছে পোস্টারটির ছবি। পোস্টারটি প্রকাশ করেছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা নামে একটি উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠি।
মহারাষ্ট্রের আওরঙ্গবাদের দেয়ালে লাগানো মারাঠি ভাষায় লেখা ওই পোস্টারে বলা হয়েছে, যারা পাকিস্তানি কিংবা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিষয়ে সঠিক তথ্য দেবে তাদের এই অর্থ পুরষ্কার হিসেবে দেয়া হবে।
এছাড়া সংগঠনটির ছাত্র শাখার নেতা আখিল চিত্রাও অবৈধ পাকিস্তানি ও বাংলাদেশিদের ধরিয়ে দিলে ৫ হাজার ৫৫৫ রুপি পুরস্কারের ঘোষণা দিয়েছেন।
এ ঘটনার ফলে সেখানে অবস্থান করা মুসলিমদের মধ্যে নতুন করে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।