
সেবা ডেস্ক: আজ অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেছেন, ভোটাররা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছেন। এ জন্য নির্বাচন কমিশন (ইসি) ও ঢাকাবাসীকে ধন্যবাদ জানাই।
শনিবার দুপুরে রাজধানীর গ্রীনরোডে নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ঢাকা দক্ষিণের মেয়রপ্রার্থী তাপস বলেন, কেন্দ্র দখল, এজেন্টদের ঢুকতে না দেয়াসহ বিএনপি যেসব অভিযোগ করেছে তা অমূলক। সাংগঠনিক ব্যর্থতার কারণে তারা সব জায়গায় এজেন্ট দিতে পারেনি। কেন্দ্র দখলসহ তারা যেসব অভিযোগ করছে তা সত্য নয়।
ভোটার উপস্থিতি নিয়ে তাপস বলেন, আমি আশা করেছিলাম ভোটার উপস্থিতি আরো বেশি হবে। তারপরও ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। যার জন্য ঢাকাবাসীকে ধন্যবাদ জানাই।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।