
সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান বলেছেন, খেলাধুলা নেতৃত্ব দিতে শেখায়। চরিত্র গঠনে ভূমিকা রাখে। সম্প্রীতির বন্ধন অটুট করে।
শুক্রবার বিকেলে দক্ষিণ সুনামগঞ্জ পাগলা সরকারি মডেল হাইস্কুল অ্যান্ড কলেজে আন্তঃইউপি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনে সময় এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ক্রিকেট দেশের সম্মান অনেক উপরে নিয়ে গেছে। গ্রাম পর্যায়ে ক্রিকেটের উন্নতি হলে আমরা ক্রিকেটে আরো ভালো করবো।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ, ইউএনও জেবুন নাহার শাম্মী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিম, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান নুরুল হক, পশ্চিম পাগলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ আজাদ হোসেন প্রমুখ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।