
রফিকুল আলম, ধুনট (বগুড়া): বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বলেছেন, মেধাবী জাতি বিনির্মানে খেলাধুলার বিকল্প নেই। যারা খেলাধুলা করে তারা পরিশ্রমি হয়, মাদক থেকে দূরে থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সমৃদ্ধশালী দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। সমৃদ্ধশালী দেশ হতে হলে সুস্থ-সবল ও মেধাবী জাতি দরকার। সমৃদ্ধশালী দেশ গঠনের জন্য তরুনদের ভূমিকা রাখতে হবে।
শুক্রবার রাত ৯টার দিকে বগুড়ার ধুনট উপজেলার ডাইম প্লাজা এলাকায় মুজিববর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রদ্যুৎ ও অভিজিৎ স্মৃতি স্পোটিং ক্লাবের আয়োজনে ফাইনাল খেলায় জিঞ্জিরতলা মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদকে হারিয়ে ধুনট জিরো পয়েন্ট দল চ্যাম্পিয়ন হয়েছে।
ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, শফিকুল ইসলাম শফি, প্রকৌশলী মুহম্মদ আসিফ ইকবাল সনি, যুগ্ম সম্পাদক মহসিন আলম, বাহাদুর আলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল, ভিপি সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক নাজনীল নাহার, শ্রম বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন খান, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম চাঁন, প্রভাষক সিরাজুল হক লিটন, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আল আমিন তরফদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম পিন্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, প্রদ্যুৎ ও অভিজিৎ স্মৃতি স্পোটিং ক্লাবের সভাপতি রনি সাহা ও সাধারণ সম্পাদক সুজন সাহা প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ফাইনাল খেলায় অংশ গ্রহনকারী দু’দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।