স্বায়ত্তশাসন নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর ভাবা উচিত: বললেন শিক্ষামন্ত্রী

S M Ashraful Azom
0
স্বায়ত্তশাসন নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর ভাবা উচিত বললেন শিক্ষামন্ত্রী

সেবা ডেস্ক: স্বায়ত্তশাসন নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর ভাবা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষামন্ত্রী বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষা নেয়া হলে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনে সমস্যাটা কি? এখানে আমরা তো তাদের শাসনক্ষমতা কেড়ে নিচ্ছি না!

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, সব ছাত্র-ছাত্রী যেন বৈষম্যহীনভাবে পরীক্ষা দিতে পারে এবং প্রত্যেকে যেন বিশ্ববিদ্যালয় ভর্তি হতে সুযোগ পায়- এই অধিকারটুকু দেয়ার দায়িত্ব কি তাদের নেই? সেখানে যদি স্বায়ত্তশাসন বাধা হয়ে দাঁড়ায়, তাহলে সে শাসন নিয়ে তাদের ভাবা উচিত।

শুক্রবার বেলা দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত ঢাকা কলেজের শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ নিতে এসে এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

ডা. দীপু মনি বলেন, আমাদের দেশের শিক্ষার্থীরা যারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তি হতে চায়, তাদের প্রতি বছর চরম ভোগান্তি হয়, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হয়। এখনকার পদ্ধতিতে যার সামর্থ্য আছে সে সুযোগ পায় আর যার সামর্থ্য নেই সে পিছিয়ে পড়ে। এই বৈষম্য তাদের নিজস্ব উদ্যোগে হওয়ার কথা ছিল। কিন্তু তারা নেয়নি, তাই আমরা উদ্যোগ নিয়েছি, ইউজিসি উদ্যোগ নিয়েছে। সেখানে তাদের স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে আসা উচিত।

অনেকেই এগিয়ে এসেছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ৪/৫টি বিশ্ববিদ্যালয় ভাবছে তারা নিজেরাই ভর্তি পরীক্ষা নেবে। তাদের সঙ্গে আমরা আবারও বসবো।

তিনি বলেন, সমাজে আর্থিক সমস্যায় থাকা শিক্ষার্থীদের পরিবারের কথা আমাদের ভাবতে হবে। একটা ইগো নিয়ে বসে থাকলে চলবে না।

এই সমন্বিত পরীক্ষাটি যাতে মানসম্পন্ন হয় সে বিষয়ে সবাই সচেষ্ট থাকবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top