করোনা মোকাবিলায় প্রয়োজনে চীনের মতো হাসপাতাল বানানো হবে

S M Ashraful Azom
করোনা মোকাবিলায় প্রয়োজনে চীনের মতো হাসপাতাল বানানো হবে

সেবা ডেস্ক: প্রাণঘাতি নোবেল করোনা ভাইরাস মোকাবিলায় প্রয়োজন হলে চীনের মতো হাসপাতাল বানানো হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, করোনাভাইরাসের চিকিংসা কিংবা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনে স্বাস্থ্য মন্ত্রণালয় যদি চীনের মতো বিশেষ হাসপাতাল তৈরির উদ্যোগ নেয়, তাতেও অর্থায়ন করা হবে।

বুধবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, আমাদের আর্থিক সক্ষমতা রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যন্ত্রপাতি বা লজিস্টিক সাপোর্ট দরকার হয়, সেখানে চীন যেভাবে হাসপাতাল করেছে, সে ধরনের কোনো হাসপাতাল যদি কম সময়ের মাঝে এবং বিশেষ উদ্দেশ্যে করতে হয়, তা করার জন্য অর্থায়নে প্রধানমন্ত্রী কখনো না করবেন না বলে আমি বিশ্বাস করি।

তিনি বলেন, আমরাও সমস্তভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সাহায্য করব অর্থায়ন করে, যাতে তাদের কাজগুলো সুন্দরভাবে এবং প্রয়োজনীয়তার তুলনায় কোনোভাবে পিছিয়ে না থেকে কাজগুলো করতে পারে।

মন্ত্রী বলেন, যে ভাইরাস নিয়ে সারাবিশ্ব বিপদে আছে, আমরা সেই ভাইরাস থেকে মুক্ত আছি বলতে পারব না। সংক্রমণ যেন কম রাখা যায় সে কাজটি করতে হবে। আমাদের এখন অভিজ্ঞতা রয়েছে। চায়না (চীন) যখন শুরু করেছিল তাদের অভিজ্ঞতা ছিল না। সবাই সবার জায়গা থেকে বলতে হবে কীভাবে সবাই মুক্ত থাকতে পারব। এটি সবার দায়িত্ব।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top