করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশের পাশে দাঁড়াবে চীন

S M Ashraful Azom
করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশের পাশে দাঁড়াবে চীন
সেবা ডেস্ক: বর্তমান বিশ্বের আতঙ্ক প্রাণঘাতী নোভেল করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দিয়েছে চীন।

আজ বুধবার সন্ধ্যায় চীনা দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, আমাদের বন্ধুত্বপূর্ণ বাংলাদেশিদের জন্য প্রচুর পরিমাণে টেস্ট কিটসহ জরুরি অ্যান্টি-মহামারি চিকিৎসা-সামগ্রী সরবরাহ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

‘মহামারি প্রতিরোধে চীন সবসময় বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার হবে।’
China will stand beside Bangladesh to fight Corona virus
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তি মারা গেছেন। সত্তর বছর বয়সী এই ব্যক্তি প্রবাসীদের সংস্পর্শে এসেছিলেন বলে জানান, জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

দুপুরে ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা আরো জানান, করোনাভাইরাসে নতুন করে আরো চার ব্যক্তি আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে করোনা লক্ষণ উপসর্গ মৃদু।

‘এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪ জনে। যারা চিকিৎসাধীন, তারা মোটামুটি সুস্থ আছেন। তাদের মধ্যে এক ব্যক্তির উচ্চ রক্তচাপ। আরেকজন আগে স্ট্রোক করেছেন। ’

তিনি আরো বলেন, আইসোলেশনে ১৬ ব্যক্তিকে রাখা হয়েছে। প্রাতিষ্ঠানিকভাবে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৪২ ব্যক্তিকে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top