
মো. শাহ্ জামাল: জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের পানিতে পড়ে স্কুল ছাত্রী বৃষ্টি আক্তার (১৫) মারা গেছে। বৃষ্টি উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের হাশেমপুর গ্রামের আঁকা মিয়ার মেয়ে। সে পোলাকান্দি উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণীর ছাত্রী।
মঙ্গলবার (১০মার্চ) দুপুরে পোলাকান্দি ব্রীজের নিচে তিন বান্ধবী মিলে গোসল করতে গেলে তারা পানির নিচে তলিয়ে যায়। বৃষ্টির বাবা ঘটনাস্থল থেকে দুই বান্ধবীকে উদ্ধার করলেও তার মেয়ে পানির ¯্রােতে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা খুজতে থাকে। এমতাবস্থায় ঘটনাস্থলের একটু দুরে জেলেদের মাছ ধরা জালে বৃষ্টির মৃতদেহ আটকা পড়ে। মৃতদেহ উদ্ধারের সময় তার ডান হাত ভাঙ্গা পাওয়া যায়।
দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, বৃষ্টি আক্তারের নানী গত তিনদিন আগের মারা যায়। ওই পরিবারে এখন শোকের মাতম চলছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।