ধুনটে হোম কোয়ারেন্টাইন না মানায় প্রবাসিকে জরিমানা

S M Ashraful Azom
ধুনটে হোম কোয়ারেন্টাইন না মানায় প্রবাসিকে জরিমানা
রফিকুল আলম, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ অমান্য করায় বিপ্লব হোসেন (৩৪) নামে এক মালয়েশিয়া প্রবাসীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বিপ্লব হোসেন উপজেলা গোসাইবাড়ি ইউনিয়নের মবুয়াখালী গ্রামের আশরাফ আলীর ছেলে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা তাকে এ দন্ডাদেশ দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিপ্লব হোসেন দীর্ঘ ১০ বছর যাবত মালেয়শিয়ায় প্রাণ কোম্পানীর সরবরাহকারী কর্মী হিসেবে কাজ করে আসছিল। গত ১৩ মার্চ মালেয়শিয়া থেকে বাড়িতে ফেরে বিপ্লব। এসময় বিমানবন্দর থেকে করোনাভাইরাস সতর্কতায় তাকে নিজবাড়িতে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়। কিন্তু সে ওই নির্দেশনা অমান্য করে বাড়ি ফিরে হাট-বাজারে ঘুরে পরিচতজনদের সাথে সাক্ষাৎ, বন্ধুদের সাথে আড্ডাসহ স্বাভাবিক জীবন যাপন করছিল।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ভ্রাম্যমান আদালত অভিযানকালে বিপ্লব হোসেনকে বাড়ির বাহিরে ঘুরতে দেখেন। এসময় হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে তার হোম কোয়ারেন্টানে থাকার বিষয়টি নিশ্চিত করেন।

ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা রাজিয়া সুলতানা এ তথ্য নিশ্চিত করে বলেন, নোভেল করোনাভাইরাস সতর্কতায় বিদেশ ফেরৎ ব্যক্তিদের নিজ বাড়িতে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে ধুনট উপজেলায় আগত বিদেশ ফেরৎ ব্যক্তিদের উপর নজরদারী করা হচ্ছে। এ আদেশ অমান্যকারী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।#


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top