করোনাকে মহামারি ঘোষণা করতে হাইকোর্টের নির্দেশ

S M Ashraful Azom
করোনাকে মহামারি ঘোষণা করতে হাইকোর্টের নির্দেশ

সেবা ডেস্ক: প্রাণঘাতী নোভেল করোনা ভাইরাসকে বুধবার, ১৮ মার্চ মধ্যেই মহামারি ঘোষণা করে গেজেট প্রকাশ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সময় দেশে এখনো মহামারি ঘোষণা না করায় বিস্ময় প্রকাশ করেন আদালত।

বুধবার হাইকোর্টে করোনাভাইরাস নিয়ে দায়ের করা এক রিটের শুনানি নিয়ে বিচারপতি মো.আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা দেন।

আদালত জানান, আজ বৃহস্পতিবার রিট বিষয়ে আদেশ দেয়া হবে।

করোনাভাইরাস থেকে সুরক্ষায় সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালত বন্ধ চেয়ে হাইকোর্টে রিটটি দায়ের করেন সুপ্রিমকোর্টের আইনজীবী হুমায়ুন কবির পল্লব।

একইসঙ্গে বিদেশ ফেরতদের বাধ্যতামূলক সরকার নিয়ন্ত্রিত কোয়ারেনটাইনে রাখতে নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে।

রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ১০ জনকে বিবাদী করা হয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top