
সেবা ডেস্ক: মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে দায়িত্বহীনতা বরদাশত করা হবে না। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, মশা মারতে যে ওষুধ মজুত আছে, তা দিয়ে আগামী ৬ মাস চলবে।
বুধবার দুপুরে রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় এ হুঁশিয়ারি দেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।
নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদারে কাউন্সিলরদের প্রতি আহ্বান জানান স্থানীয় সরকারমন্ত্রী। পরে রূপনগর খাল পরিদর্শন করে, পুনঃখননে পদক্ষেপ নেয়ার কথাও জানান তিনি।
ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেন, মশা নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।