
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে ইউনিসেফ সহায়তাপুষ্ট পানি সরবরাহ,স্যানিটেশন ও স্বাস্থ্য শিক্ষা প্রকল্পের আওতায় বাস্তবায়িত করার লক্ষে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর,ইসলামপুরের বাস্তবায়নে ইউনিসেফ এর সহযোগীতায় বুধবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারমম্যান এড,জামাল আব্দুন নাছের বাবুল,বিশেষ অতিথির বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশলী জামালপুরের নির্বাহী প্রকৌশলী ফজলুল হক।
অন্যানের মধ্য উপজেলা প্রকৌশলী রাকিব রহমান,ইসলামপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধূরী শাহিন,সাপধরী ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন বিএসসি প্রমূখ বক্তব্য রাখেন।
এ সময় পুষ্ট পানি সরবরাহ,স্যানিটেশন ব্যবস্থা ও সচেতনতা, স্বাস্থ্য এবং শিক্ষার মান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে পরামর্শ মূলক আলোকপাত করা হয়।
এতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জন প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।