
মোঃ ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন পরিষদ হলরুমে, আজ মঙ্গলবার ৩মার্চ, আসন্ন ১৭ মার্চ মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে এক মতবিনিময় সভা আয়োজন করা হয়।
উক্ত সভা ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ মাসুদ এর সভাপতিত্বে আনুষ্ঠানিকতা শুরু করা হয়। তার আহবানে সাড়া দেওয়ায় সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডাংধরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাংধরা ইউনিয়নের বাঘারচর কলেজ, মাদরাসা,কয়েকটি উচ্চবিদ্যালয়,২৪টি প্রাথমিক বিদ্যালয় এর প্রধানগণ ও সাবেক চেয়ারম্যান গণ। আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের প্রবীণ নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ,কৃষকলীগ, শ্রমিকলীগ, প্রজন্মলীগ, তাঁতীলীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডাংধরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আজিজুর রহমান, সিনিয়র সহ সভাপতি আঃ গফুর আর্মী, গোলাম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, সাবেক চেয়ারম্যান আকোয়াত হোসেন, সাবেক চেয়ারম্যান আবুল হোসেন, সাবেক চেয়ারম্যান আঃ রশীদ মন্ডল ফটিক,মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদ, কলেজের অধ্যক্ষ, প্রধান শিক্ষক রায়হানুল কবীর, প্রধান শিক্ষক আলমগীর কবির, প্রধান শিক্ষক বোরহান উদ্দিন, শহিদুর রহমান, আঃ রাজ্জাক বাদল,ওমর ফারুক, শাহজামাল প্রমুখ।
বক্তাগণ বলেন "মুজিব শতবর্ষ " সার্বজনীন সতস্ফুর্ত ভাবে আপামরজনসাধারণ উদযাপন করতে পারে, সেজন্য পরামর্শ মুলক আলোচনা করা হয়। সাবেক চেয়ারম্যান আকোয়াত হোসেন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু আওয়ামীলীগের নয়, তিনি দলমত নির্বিশেষে সকল মানুষের নেতা, আমরা সকলে মিলে বঙ্গবন্ধু তৈরি করেছি। তাই এই মহান নেতার "শতবর্ষ পূর্তি" উদযাপন সবাই মিলেমিশে করবো।
চেয়ারম্যান শাহ মোঃ মাসুদ বলেন, ডাংধরা ইউনিয়ন পরিষদের উদ্যেগে আপাতত কাউনিয়ারচর বহুমুখী উচ্চবিদ্যালয় কেন্দ্রীয় হিসাবে নেওয়া হয়েছে।
তবে অতিশীঘ্রই প্রতিষ্ঠান প্রধান গণ,ও প্রধান নেতৃবৃন্দের নিয়ে চেয়ারম্যান আবারও বসে সঠিক সিদ্ধান্ত নেবেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।