৯৯৯ এ ফোন করে স্বামীর নির্যাতন থেকে রক্ষা পেল সরিষাবাড়ীর গৃহবধু

S M Ashraful Azom
৯৯৯ এ ফোন করে স্বামীর নির্যাতন থেকে রক্ষা পেল সরিষাবাড়ীর গৃহবধু
সরিষাবাড়ী হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা গৃহবধু আফরোজা আক্তার সুমি

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে যৌতুকের দাবিতে স্ত্রী আফরোজা আক্তার সুমিকে (২৪)কে নির্যাতনের ঘটনায় মামলা দায়ের হয়েছে। বুধবার রাতে স্ত্রী বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় স্বামী শাহাদাত হোসেনসহ ৬ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। উপজেলার পোগলদিঘা ইউনিয়নের সাইঞ্চারপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

৯৯৯ ফোন করে পুলিশের সহায়তায় নির্যাতিতাকে পুলিশ উদ্ধার শেষে হাসপাতালে ভর্তি করেছে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ২০১৭ সালে সাইঞ্চারপাড় গ্রামের আবুল কালাম আজাদের ছেলে শাহাদাত হোসেনের সাথে পৌরসভার শিমলাপল্লী পুর্বপাড়া গ্রামের আবু তালেবের মেয়ে আফরোজা আক্তার সুমির মধ্যে নিজেদের পছন্দের বিয়ে হয়। বিয়ের সময় সুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও শাহাদাত হোসেন রাজধানীর উদ্ভাস কোচিংয়ের শিক্ষক ছিলেন। বিয়ের পর সুমির কাছে যৌতুকের তিন লাখ টাকার জন্য দাম্পত্ত¡ কলহ চলছিল।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ওসি মাজেদুর রহমান বলেন, ঘটনার তদন্ত চলছে।

করোনা ভাইরাস আপডেট: শেরপুরে আরও চারজন হোম কোয়ারেন্টাইনে




 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top