
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে বাঁশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে নিরাপদ, নিয়মিত ও মানসম্মত অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক” জনসচেতনতামূলক প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার রবিবার (১ মার্চ) সকালে দিশারী প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত সেমিনারে প্রশিক্ষণ প্রদান করেন চট্টগ্রাম মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক আবু হেনা মুহাম্মদ মোস্তফা কামাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর, চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, সরল ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ প্রমূখ।
বাঁশখালী উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।